যশোরে শারদোৎসব উপলক্ষে সম্প্রীতি শোভাযাত্রা

জাতীয়
স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে যশোর জেলা  পূজা উদযাপন পরিষদ  আজ ( ১ অক্টোবর)  সকাল ১১ টায় সম্প্রীতি শোভা যাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি উদ্বোধন করেন কালেক্টরেট মসজিদের পেশ ইমাম কারী মোহাম্মদ রফিকুল ইসলাম।

  শহরের লাল দীঘির পাড়স্থ পূজা উদযাপন পরিষদ কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে   শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যশোর পূজা উদযাপন পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়।
উদ্বোধনকালে বক্তরা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সব ধর্মের মূল বাণী হচ্ছে শান্তি। আমরা সেই শান্তি বজায় রাখবো এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিক শারদীয় দুর্গোৎসবকে উৎসবমুখর করে তুলবো।
এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুন-অর-রশিদ
সমাজকর্মী এ্যাঞ্জেলা গোমেজ, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম, যশোর ইন্সটিটিউটের সাধারন সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদ লিটু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, আওয়ামী লীগ নেতা এ্যাড. আসাদুজ্জামান, মানবাধিকার কর্মী মিজানুর রহমান, যশোর কলেজের অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা,ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা জিল্লুর রহমান ভিটু, নাজিম উদ্দিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল,  নারীনেতৃ অর্চনা বিশ্বাসহ সমাজের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *