স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
সারাদেশে উগ্রসাম্প্রদায়িক অপশক্তি দ্বারা শিক্ষক হত্যা, নিপীড়ন ও লাঞ্ছনার প্রতিবাদে যশোরে আজ (৪ জুলাই) সোমবার বিকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহরের প্রানকেন্দ্র ভৈরব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের কোষাধ্যক্ষ শিক্ষক তরিকুল ইসলামের সঞ্চালনায় ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি সুকুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমি যশোরের নব-নির্বাচিত সহ-সভাপতি চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, জেলা শিল্পকলা একাডেমি যশোরের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও সুরধুনী যশোরের সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, উদীচী যশোরের সহসভাপতি অ্যাড. আমিনুর রহমান হীরু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ যশোরের সভাপতি শ্রাবণী সুর, সুরবিতান যশোরের সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস,
বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল,
তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, মাইকেল সংগীত একাডেমির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান খালেক, সপ্তসুরের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, স্পন্দন যশোরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পুনশ্চ যশোরের স্বপ্না দেবনাথ প্রমুখ।
বক্তরা কর্মসূচি থেকে শিক্ষক হত্যা ও লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে উদীচী, সুরবিতান, সুরধুনী, পুনশ্চ, শেকড়, কিংশুক, সুরনিকেতন, তির্যক, ভবের হাট, উৎকর্ষ, ডায়মন্ড থিয়েটার, মাইকেল সংগীত একাডেমি, স্পন্দন, বাউলিয়া সংঘসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ গ্রহন করেন।
শেয়ার করুন