যশোরে স্ত্রীকে খুনের দায়ে স্বামী গ্রেফতার

জাতীয়
স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
গতকাল(৫ অক্টোবর) বুধবার যশোরের মনিরামপুর উপজেলার জয়নগর গ্রামের ইটভাটার পাশ থেকে হীরা বেগম(২৬) এর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তার তিন নম্বর স্বামী ইসলাম গাজীকে আটক করেছে র‍্যাব – ৬।নিহত হীরা বেগম নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের আকতার মোল্লার মেয়ে।
 আজ (৬ অক্টোবর)  ভোর পাঁচটার দিকে যশোর শহরের বেজপাড়া থেকে তাকে আটক করা হয়। ইসলাম গাজী মনিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মেম্বার।
র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান- ইসলাম গাজী হীরা বেগমের তৃতীয় স্বামী। পারিবারিক কলহেরজন্য  কিছুদিন আগে এলাকায় সালিশ হয় এবং সালিশে স্থানীয় মাতুব্বরেরা ইসমাইল গাজীকে মারপিট করে এবং তাদের ডিভোর্স হয়। এতে ক্ষিপ্ত হয় ইসমাইল গাজী। পরবর্তীতে তাদের মধ্যে সমঝোতা হয় এবং  হীরা বেগম আবারও ইসলাম গাজীকে বিয়ে করার জন্য মনিরামপুরের পারখাজুরা গ্রামে ইসমাইলের বাড়িতে আসে। এরপর ইসমাইল গাজী গতকাল বুধবার   সন্ধ্যার দিকে হীরা বেগমকে মোটরসাইকেল করে তার বাবার বাড়ি নড়াইলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।  কিন্তু পথের মধ্যে ফের ঝগড়া শুরু হলে হীরা বেগম মোটরসাইকেল থেকে  নেমে যায়। এ সময় ইসমাইল গাজী তার কাছে থাকা ছুরি দিয়ে হীরার বেগমকে কুপিয়ে হত্যা করে।
হীরা বেগমের মৃতদেহ উদ্ধারের  যশোর পুলিশসহ র‍্যাব  ছায়া তদন্ত শুরু করে এবং  ইসমাইলের কললিস্টের সূত্র ধরে তাকে যশোরের বেজপাড়া থেকে আটক করে র‍্যাব এবং হীরা বেগম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে মনিরামপুর থানায় সোপর্দ করে।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *