যশোরে ৭শত পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৪

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টীম কোতয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭ শত পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ
মোঃ ওমর ফারুক (২৮),মোঃ তারিফ হোসেন(৪০),মোঃ বায়েজিদ ইসলাম মুকুল(৩৪) ও রায়হান উদ্দিন রাসেল(৩৫) কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত সকল আসামি যশোর সদর থানার বাসিন্দা
ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের মোঃ সোলায়মান আক্কাস, এএসআই মোঃ শফিউর রহমানের সমন্বয়ে গঠিত একটি চৌকস টীম গতকাল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর কোতোয়ালি থানাধীন এমএমআলী রোড মাইকপট্টি সিনা মেডিকেল নামক ফার্মেসির মধ্যে থেকে আসামি ওমর ফারুক ও তারিফ হোসেনকে ৭শত পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করে এবং আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী আরও একটি অভিযান পরিচালনা করে মোঃ বায়েজিদ ইসলাম মুকুল ও রায়হান উদ্দিন রাসেলকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটের বাজারমূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা।
এ সংক্রান্ত বিষয়ে এসআই শফিউর রহমান মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *