যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সম্প্রতি দেয়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের একটি বক্তব্য স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২১ জুন) দুপুরে সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে লিখিত বক্তব্য পাঠের পর প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে পরিষ্কার করেন তিনি। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, একটা বিষয় ভুলভাবে পত্রিকায় এসেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত যথেষ্ট পরিপক্ক, তাদের (যুক্তরাষ্ট্রের কাছে) কী বলতে হবে, তারা জানে। সেজন্য আমাদের ওকালতির দরকার নেই।
ভারতের ওকালতি আমরা চাই না, পররাষ্ট্রমন্ত্রী এটা বলেননি বলে এ সময় উল্লেখ করেন শেখ হাসিনা। আরও বলেন, তিনি (এ কে আব্দুল মোমেন) যা বলেছেন, আর যা পত্রিকায় প্রকাশিত হয়েছে, এর মধ্যে বিরাট ফাঁক আছে।
শেয়ার করুন