সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য উমেদুর রহমান উমেদকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
শুক্রবার রাতে এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নিবেদিত কর্মী উমেদকে গ্রেফতার ও হয়রানি গণতান্ত্রিক পরিপন্থী। কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর তীব্র মাত্রায় দমনপীড়ণ শুরু করেছে, জনগণ তা সফল হতে দেবে না। নেতৃবৃন্দ হয়রানীমূলক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। যুবদল নেতা উমেদুর রহমান উমেদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান।
শেয়ার করুন