রংপুর সিটি নির্বাচন, জামানত হারালেন নৌকার প্রার্থীসহ ৭ জন

জাতীয়

সদ্য সমাপ্ত রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়াসহ ৭ জন জামানত হারিয়েছেন।

ডালিয়া ছাড়া জামানত হারানো অন্য মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান মিলন (হাতি), বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আবু রায়হান (ডাব), জাকের পার্টির খোরশেদ আলম (গালাপ ফুল), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান (মশাল), খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল (দেয়াল ঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি (হরিণ)।

গতকাল মঙ্গলবার রংপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে রাত সোয়া ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

রসিক নির্বাচনে চার লাখ ২৬ হাজার ৪৭০ জন ভোটারের মধ্যে ২২৯টি কেন্দ্রে দুই লাখ ৮০ হাজার ৯৭২ ভোটার ইভিএমে ভোট দিয়েছেন, যা মোট ভোটারের ৬৫ দশমিক ৮৮ শতাংশ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, রসিক নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা দুই লাখ ৭৯ হাজার ৯৩৬ এবং বাতিল ভোট এক হাজার ৩৬টি।

এ নির্বাচনে ৯ মেয়র প্রার্থীসহ মোট ২৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৩৩ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ১৮৩ জন এবং ১১ সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদপ্রার্থী ৬৮ জন।

সে হিসাবে জামানত রক্ষার জন্য মেয়র প্রার্থীদের প্রয়োজন ছিল ৩৫ হাজার ১২২ ভোট। কিন্তু নির্বাচনের বিধি মোতাবেক প্রদানকৃত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় সাত মেয়র প্রার্থী জামানত হারিয়েছেন।

রসিক নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, নৌকা মার্কার মেয়র পদপ্রার্থী ডালিয়ার প্রাপ্ত ভোট ২২ হাজার ৩০৬টি। অন্য প্রার্থীদের মধ্যে লতিফুর রহমান মিলন (হাতি) ৩৩ হাজার ৮৮৩, আবু রায়হান (ডাব) ১০ হাজার ৫৪৯, খোরশেদ আলম (গালাপ ফুল) ৫ হাজার ৮০৯, শফিয়ার রহমান (মশাল) ৫ হাজার ১৫৬, তৌহিদুর রহমান মন্ডল (দেয়াল ঘড়ি) ২ হাজার ৮৬৪ এবং মেহেদী হাসান বনি (হরিণ) ২ হাজার ৬৭৯ ভোট পেয়েছেন।

এদিকে রংপুর সিটি নির্বাচনের বেসরকারি ফলাফলে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বিপুল ভোটে বিজয়ী হন। এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো রংপুরের নগরপিতার আসনে বসতে যাচ্ছেন তিনি।

মোস্তফার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীক নিয়ে ৪৯ হাজার ৮৯২ ভোট পান। অন্যদিকে মোস্তফার চেয়ে ১ লাখ ২৪ হাজার ৪৯২ ভোট কম পেয়ে চতুর্থ হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। যা জাতীয় পার্টির প্রার্থী মোস্তফার পাওয়া ভোটের চেয়ে সাড়ে ৬ গুণ কম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *