মোঃ আরিফুল ইসলাম সিকদার:
রুপের রানী পার্বত্য রাঙামাটিতে মহা সমারোহে প্রথমবারের ন্যায় বাংলাদেশ পার্বত্য কাব্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক সাহিত্য উৎসব ও গুণীজন সম্মাননা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বিগত শুক্রবার (২০ জানুয়ারি) শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য কাব্য এর উপদেষ্টা কবি হাসান মনজু।
পার্বত্য কাব্যর সভাপতি কাছেন রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- একুশে পদক প্রাপ্ত সাহিত্যিক হরি শংকর জলদাশ।
এছাড়া বিশেষ অতিথী হিসেবে আরো উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী,রাঙ্গামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান
নিখিল কুমার চাকমা,
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাজি মোঃ মুছা মাতব্বর, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ সেলিম, শহীদ বুদ্ধিজীবী সন্তান,কবি এ বি এম সোহেল রশীদ,প্রধান আলোচক হিসেবে ছিলেন
লেখক, সংবাদিক, গীতিকার ও শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি আসলাম সানী,
প্রাক্তন সংসদ ও উপদেষ্টা
ফিরোজা বেগম চিনু, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী,ঝর্ণা খীসা, কবি মাহমুদুল হাসান নিজামী।বাংলাদেশ বেতার, রাঙামাটি অঞ্চলের উপ-পরিচালক মো. সেলিম, চলচিত্র অভিনেতা ও সংগঠক কবি এবি এম সোহেল রশিদ, ভারত রাষ্ট্রের পশ্চিমবঙ্গের কবি প্রবীর কুমার চৌধুরী, কবি ও ছড়াকার মো. আতিক হেলাল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- কবি, কবিরা আছেন বলেই যুগে যুগে পৃথিবী এতো সুন্দরুপে নিজেকে উপস্থাপনের সুযোগ পেয়েছে।তাদের লেখনী পড়ে মানুষ তার সুপ্ত চিন্তার বিকাশ ঘটায়। মানুষের ভাবনার জগত বড় হয়।
শেয়ার করুন