রামপাশায় নৌকার জোয়ার সৃষ্টি হয়েছে -বিশ্বনাথে শফিক চৌধুরী

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ১৭ জুলাই অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’য় জোয়ার সৃষ্টি হয়েছে। রামপাশার মতো উপজেলার অপর ৪টি ইউনিয়নেও নৌকার জোয়ারের ধাক্কা লেগেছে। এখন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ইউনিয়নের প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে সরকারের বাস্তবায়িত উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে প্রত্যেকের কাছে নৌকা প্রতীকে ভোট চাইতে হবে। উপজেলার ৫টি ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোন বিকল্প নেই।

তিনি মঙ্গলবার (১১ জুলাই) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরব আলীর নির্বাচনী প্রতীক ‘নৌকা’র সমর্থনে ইউনিয়নের আমতৈল বাজারে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
উঠান বৈঠকে প্রধান বক্তার বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়নের নৌকার মাঝি আরব আলী।

উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এমদাদুল হকের সভাপতিত্বে ও রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, কার্যনির্বাহী সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য ফয়ছল আহমদ, বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, রামপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবুল হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আহমদ, ছাত্রলীগ নেতা হেলাল আহমদ।

এসময় উঠান বৈঠকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *