ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে উপজেলা রামপাশা ইউনিয়নের অসহায়-দরিদ্র ও প্রতিবন্ধি পরিবারের ৪ শতাধিক ব্যক্তিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ করেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক কাজী মাসুম।
রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব শাহ’র পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আবুল কাশেম মেম্বার, ৬নং ওয়ার্ডের মেম্বার জামাল উদ্দিন, ২নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার রোসনা বেগম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সচিব নারায়ণ দেবনাথ।
শেয়ার করুন