রাস্থা নিয়ে পূর্ব শত্রুতার জেরে শিবগন্জ এলাকায় যুবককে মারধর

সিলেট

সিলেট মহানগরীর শিবগন্জ এলাকায় পূর্ব শত্রুতার জেরে ইফতেখার শামীম (৩৫) নামের এক যুবককে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত ইফতেখার শামীম নগরী শিবগন্জ এলাকার নবারন ২/২ এর  বাসিন্দা হীরা মিয়ার ছেলে ।

বাসার রাস্তা নিয়ে বিরুধের জেরে  তার উপর আক্রমন হয় বলে জানান ইফতেখার শামীম । শামীম জানান কোর্টের নিষেধ থাকার পরও শক্তি প্রদর্শন করে পাশের বিল্ডিংয়ের মালিক ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নজরুল ইসলাম রাস্তা ভরাট করে ঢালাইয়ের কাজ করেন মঙ্গলবার রাতে ।তিনি বিষয়টি জানার পর সকালে সিলেট আসলে ১০ -১২ জন লোক তাকে তুলে নিয়ে নগরীর আলুরতল এলাকায় তাকে প্রচন্ড মারধর করে ।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *