বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটি সিলেট ইউনিটের ৫০তম বার্ষিক সাধারণ সভা ৩ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। সিলেট নগরীর চৌহাট্রাস্থ রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের মিলনায়তনে এ সভা আহবান করা হয়েছে।
৫০তম বার্ষিক সভায়-৪৯তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন, ২০২১ সালের বার্ষিক অডিট রিপোর্ট পেশ, ২০২২ সালের আয়ব্যয়ের হিসাব উপস্থাপন, ২০২৩ সনের বাজেট পেশসহ বিবিধ বিষয়াবলিকে আলোচ্য সূচি নির্ধারণ করা হয়েছে।
এদিকে যেসব আজীবন সদস্যরা ডিজিটাল পরিচয়পত্র নেন নি এবং মোবাইল নাম্বার প্রদান করেন নি, তাদেরকে পরিচয়পত্র করার অনুরোধও করা হয়েছে।
উক্ত সভায় সিলেট ইউনিটের আজীবন সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও সেক্রেটারী মোঃ আব্দুর রহমান জামিল।
শেয়ার করুন