লন্ডনে জাস্টিস ফর ভিকটিমস ফর ইউকের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিশ্ব

 

চব্বিশের জুলাইয়ে সংঘটিত আওয়ামী গণহত্যার বিচার, ফ্যাসিস্ট সরকারে সময়ে রাজনৈতিক মামলা জড়িত ৪২ হাজার নেতাকর্মী মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে লন্ডন হোয়াটসঅ্যাপ এক মিলনায়তনে
গোলটেবিল আলোচনা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২১ এপ্রিল (সোমবার) লন্ডন হোয়াইটচ্যাপেলের এক মিলায়ানাতনে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির মিডিয়া সেক্রেটারি মোহাম্মদ লতিফ আহমদ এবং পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম।

প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি বক্তব্য রাখেন জাতীয় ফোরাম ইউকে সভাপতি অ্যাডভোকেট মো:সাইদুর রহমান পারভেজ।
বিশেষ অতিথি হিসাবে এতে বক্তব্য রাখেন ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সাবেক সেক্রেটারি আশিক উদ্দিন , আবুল মনসুর ভাইস প্রেসিডেন্ট ফাইট ফর রাইট ইউকে , সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল , কমিনিটি নেতা খন্দকার হোসাইন আহমদ (ইমন) . নিরাপদ বাংলাদেশ ইউকের সহকারী সাধারন সম্পাদক মিনহাজ উদ্দীন খান , রাইট অব পিপলসের ভাইস প্রেসিডেন্ট জনাব আনহার মিয়া, জাস্টিস ফোর ভিক্টীমস ইউকের সহকারী সাংগঠনিক সমপাদক মাজেদ আহমদ (ঊজ্জল), জাস্টিস ফোর ভিক্টিমস ইউকের সহকারী মিডিয়া সেক্রেটারী জনাব মকছুদ ইবনে ওয়াহিদ কয়েছ ।

প্রধান অতিথি তার আলোচনায় বলেন, যদি শেখ হাসিনার সরকার অবৈধ হয়ে থাকে তাহলে মামলা গুলোকে অবশ্যই অবৈধ ঘোষণা করে দ্রুত বিচার আইনের মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করতে হবে এবং বর্তমান জেলে থাকা ৪২ হাজার নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। তিনি আরো বলেন, জনগণের সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলনেও নিরস্ত্র মানুষের ওপর চালায় বর্বর গণহত্যা বিচার ও এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে। মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে ২০১২ সালে গ্রেপ্তার করা হয় এবং ভিত্তিহীন ও প্রহসনমূলক সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এতেই প্রমাণ হয়—মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
অভ্যুত্থান-পরবর্তী সময়েও মামলা নিষ্পত্তির নামে বিভিন্ন কারণ উপস্থাপন করে শুনানি বারবার পিছানো হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। কিন্তু সেই গণহত্যার বিচার সম্পন্নকরণে এবং রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারে আমরা অন্তর্বর্তী সরকারের উদাসীনতা লক্ষ্য করছি।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যথা যারা মিথ্যা হয়রানি মামলায় জড়িতে তাদের বিরুদ্ধে ২ বিলিয়ন পাউন্ডের মানহানী মামলা উদ্যাগগ্রহণ করা হবে।
জুলাই অভ্যুত্থানের ৮ মাস অতিক্রান্ত হলেও আন্দোলনে অগ্রভাগে থাকা অংশীজনদের মিথ্যা মামলা নিষ্পত্তি হয়নি। এটি জাতির জন্য লজ্জার এবং গাদ্দারির শামিল। রাজনৈতিক মামলা প্রত্যাহার করা না হলে আমরা জনগণকে সাথে নিয়ে রাজপথে নেমে দাবি আদায় করতে বাধ্য হবো।

গোলটেবিল বৈঠকে আরো অংশগ্রহণ করেন সাবেক ছাত্রশিবির নেতা আশরাফুজ্জাম জুয়েল , ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম আনহার , আব্দুল্লাহ মহাম্মদ তাহের, শাম্মি আক্তার , মাসুদা আক্তার , মিনহাজু খান, আহমদ শহিদ তাপাদার , মো: সুলতান আহমদ , রায়হান উদ্দিন , ফয়সাল আহমদ আবিদ , মাহবুব আহমদ সালেহ , রায়হান চৌধুরী , মো: আব্দুল।কাহির , আরিফ আহমদ , খন্দকার ইমন , মো: নোমান মিয়া , মো:দেলোয়ার হোসাইন , মো: লতিফ আহমদ , রেজাউল করিম রাব্বি, আব্দুল মান্নান , জাবির আহমদ , নিজাম উদ্দিন, মো: আব্দুল মালিক , সুনামগঞ্জ জেলা সাবেক ছাত্রশিবির নেতা শামসুল ইসলাম , মোশাহিদ আলী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *