লাখাইয়ে ইয়াবা ও নগদ অর্থ সহ ৩ জন আটক

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ

লাখাইয়ে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ সহ তিন মাদক কারবারি কে আটক করেছে পুলিশ। লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শৈলেশ চন্দ্র দাস, শাহানুর রহমান ও এ এস আই নাজমুল হায়দার সহ একদল সঙ্গীয় পুলিস ফোর্স শুক্রবার (১৪ জুলাই) বিকেলে মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে মৃত ছোয়াব মিয়ার ছেলে আল আমীন (৩০), নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের মৃত জহির মিয়ার ছেলে আজহার মিয়া( ২২) কে ৭৫ পিস ইয়াবা জব্দ ও ইয়াবা বিক্রির নগদ ১৭২৭০টাকা সহ আটক করা হয় এবং শুক্রবার (১৪ জুলাই) দিবাগত ভোর রাতে পুলিশের উপ-পরিদর্শক ( এস আই) শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে মোড়াকরি গ্রামের অনু মিয়ার ছেলে আব্দাল মিয়া ( ৩০) এর বাড়ীতে অভিযান চালিয়ে ২ শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ সহ আটক করে থানায় নিয়ে আসে। এসব ঘটনায় আসামীদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামীদের কে শনিবার (১৫ জুলাই) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী আটক ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *