এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ
লাখাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানার প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্স এ উপজেলায় কর্মরত জাতীয়, স্থানীয় ও অনলাইন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশ নেন। এতে লাখাইয়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল কাসেম, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন,রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সিনিয়র সহ- সভাপতি এম,এ ওয়াহেদ,লাখাই প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি আব্দুল হান্নান,বাংলাদেশ প্রেসক্লাবের এর সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, অনলাইন প্রেসক্লাবে এর সভাপতি আতাউর রহমান ইমরান, লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষানুবীশ আইনজীবী সুমন আহমেদ বিজয়,লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসীন সাদেক, মাওলানা জালাল আহমেদ ,মনর উদ্দিন মনির,সানি চন্দ্র বিশ্বাস প্রমুখ। আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক বৃন্দ বলেন লাখাই একটি সম্ভাবনাময় উপজেলা। এ উপজেলা খাদ্য পন্য ও মৎস্য ক্ষেত্রে উদ্বৃত্তের একটি উপজেলা। তবে অব্যাহত শিল্পবর্জের দুষনের কবলে পড়ে লাখাইর প্রধান নদী সুতাং আজ অস্তিত্ব বিপন্ন হতে চলছে। যার ফলশ্রুতিতে কৃষি ও মৎস্য উৎপাদনে পড়েছে নেতিবাচক প্রভাব। শিল্পদুষন বন্ধ করতে না পারলে লাখাইয়ে জীববৈচিত্র্য ও পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। হাওর বেষ্টিত লাখাইয়ে দেশী প্রজাতির মৎস্য উৎপাদনের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। লাখাইয়ে দেশী প্রজাতির মৎস্য উৎপাদন ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য অভয়াশ্রম সৃষ্টির বিকল্প নেই। সরিষা আবাদে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। তেলজাতিয় ফসল উৎপাদনে দিনদিন কৃষকের মাঝে আগ্রহ বাড়ছে।এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরিষানির্ভর মধু সংগ্রহে অপার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণের আওতায় আনতে হবে।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন সাংবাদিকবৃন্দ সমাজের দর্পন ও বিবেক।সমাজের ইতিবাচক পরিবর্তন ঘটাতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। আমি লাখাইয়ে নতুন এসেছি। আমি লাখাইয়ে নবউদ্দীপনা নিয়ে কাজ করতে চাই।এ ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি। আমি যতদিন লাখাইয়ে কাজ করব ততদিন সততা,নিষ্টা ও আন্তরিকতার সহিত কাজ করব।তিনি আরো বলেন মাদকের বিষয়ে আমি শুন্য সহনশীলতা নীতি অনুসরণ করব।এ ক্ষেত্রে কোন শৈথিল্য প্রদর্শনের সুযোগ নেই। সুতাং সহ অপরাপর নদ- নদীর শিল্প বর্জের দূষণ রোধে সম্ভব সবকিছু করা হবে। সরিষা নির্ভর মধু সংগ্রহে স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করার পদক্ষেপ নেওয়া হবে। দেশী প্রজাতির মৎস্য উৎপাদনের ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে অভয়াশ্রম স্থাপনের উদ্যোগ নেয়া হবে।যানজট নিরসনে ও অবৈধ দখল রোধে আইনের যথাযথ প্রযোগ নিশ্চিত করা হবে।