হবিগনজ জেলা প্রতিনিধিঃ
লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে পলাতক সহ ৫ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আটকরা হলেন দরছ মিয়া, আলআমিন,হুমায়ুন আহমেদ, সুমন মিয়া ও জালাল মিয়া।
লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শৈলেশ চন্দ্র দাস ও জালাল আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে পলাতক জালাল আহমেদ কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে এবং অপর এক অভিযানে পুলিশের উপ-পরিদর্শক জালাল আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ রাত্রিকালীন প্রহরারত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ও লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার দিকনির্দেশনায় রাত সাড়ে ১১টায় স্থানীয় বুল্লা বাজারে সন্দেহ ভাজন আসামী করাব ইউনিয়নের পশ্চিম সিংহগ্রামের মৃত তফু মিয়ার ছেলে দরছ মিয়া (৪৮), বরজু মিয়ার ছেলে আল আমিন (২৪), সহিদ মিয়ার ছেলে হুমায়ুন আহমেদ (৩৫), বামৈ গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে সুমন মিয়া (৩৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে না পারায় তাদের কে কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আসামীদের কে শনিবার (৯ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া!