হবিগনজ জেলা প্রতিনিধিঃ
লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে খুনের মামলার আসামী সহ ৫ জন গ্রেপ্তার।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত (ওসি) তদন্ত চম্পক দাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহর এলাকা থেকে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে খুনের মামলার আসামী জিরুন্ডা গ্রামের আয়েত আলীর ছেলে মুছা মিয়া কে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মৃদুল কুমার ভৌমিক, শৈলেশ চন্দ্র দাস, জহির আলী, ও বিপুল চন্দ্র দেবনাথ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ পৃথক পৃথক অভিযান চালিয়ে লক্ষীপুর গ্রামের মৃত রমিজ মিয়ার ছেলে ছালেক মিয়া (৫১) মৃত রমিজ মিয়ার ছেলে জুনু মিয়া (৪৩) মৃত ছফিল মিয়ার ছেলে আবুল কাশেম (৪২) ও মোড়াকরি গ্রামের মৃত কাশেম আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০) কে তাদের বাড়ীতে অভিযান চালিয়ে পলাতক আসামীদের কে গ্রেপ্তার করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত (ওসি) তদন্ত চম্পক দাম আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃত আসামীদের কে শুক্রবার (১৯ জানুয়ারী) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
শেয়ার করুন