এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ
হবিগঞ্জের লাখাইয়ে থানা পুলিশের পৃথক অভিযানে পলাতক ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে । লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় মঙ্গলবার (৩জানুয়ারী) দিবাগত রাতে এ এস আই আবেদ আলী ও এ এস আই রুবেল আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ কাশিমপুর গ্রামে অভিযান চালিয়ে সামসু মিয়ার ছেলে আফজাল মিয়া (৩২) কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে এবং একই রাতে এ এস আই ইলিয়াস হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে মৃত ধলাই মিয়ার ছেলে আব্দুল আওয়াল কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত আসামীদের কে বুধবার (৪ জানুয়ারি) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তারের বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
শেয়ার করুন