লাখাইয়ে বনবিভাগের পাখিসহ বন্য প্রাণী রক্ষায় প্রচারাভিযান

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে জেলাব্যাপী জনসচেতনতা মূলক প্রচারাভিযান এর অংশ হিসাবে লাখাইয়ে প্রচারাভিযান ও প্রচারপত্র বিলি করা হচ্ছে। সোমবার (১৬ জানুয়ারী) হবিগঞ্জ বনবিভাগের উদ্যোগে পরিযায়ী, বন্য পাখি ও অন্যান্য বন্য প্রাণী রক্ষায় জনসচেতনতা মূলক প্রচারাভিযান ও প্রচারপত্র বিলি করা হচ্ছে। লাখাইয়ে ৬ টি ইউনিয়ন এর প্রতিটি বাজার, গুরুত্বপূর্ণ স্থান ও গ্রামে গ্রামে এ প্রচারনা চালানো হয়।মাইকিং করে পাখি শিকারের ক্ষতিকর প্রভাব, পাখি শিকারের মাধ্যমে বন্য প্রাণী রক্ষায় কি কি আইনের লংঘন হয় এর কি শাস্তি তা প্রচার করা হয়। এ সময় বন্য প্রাণী শিকার, এদের প্রতি নির্দয় আচরণ করা অপরাধ হিসেবে গন্য এবং এ বিধান লংঘনকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়।এ বিষয়ে হবিগঞ্জ বনবিভাগের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী জানান শীতের মৌসুমে পরিযায়ী পাখি শিকার বেড়ে যায়। এ সময় শিকারিরা ফাঁদ পেতে ও বিভিন্ন ভাবে পাখি শিকার করে থাকে।পাখি ধরা, শিকার, হত্যা করা, পাচার কিংবা ক্রয়বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ।এরুপ অপরাধের শাস্তি ২ বছরের কারাদণ্ড বা ২ লক্ষ টাকা জরিমানা অথবা এক সাথে উভয় দন্ড প্রদানের বিধান।এ সকল বিধিমালা জনগনকে অবগতির জন্য ও সচেতনতা সৃষ্টির করতে এ বিষয়ে প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *