এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ
লাখাইয়ে সুজন- সুশাসনের জন্য নাগরিক লাখাই উপজেলা কমিটি পূনঃগঠন কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় উপজেলার বুল্লাবাজার বাজারস্থ শাহ বায়েজিদ ( রঃ) ইসলামি একাডেমীতে সুজন- সুশাসনের জন্য নাগরিক লাখাই কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সুজনের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সুজনের সাংগঠনিক সম্পাদক মোতালেব তালুকদার দুলাল।আলোচনায় অংশ নেন সাবেক সহসভাপতি এম,এ,ওয়াহেদ, প্রধান শিক্ষক বিশ্বজিৎ ভট্টাচার্য্য,প্রধান শিক্ষক প্রানেশ গোস্বামী, শিক্ষক কামাল উদ্দিন আহমেদ, সুব্রত আচার্য্য,সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, সাবেক নির্বাহী সদস্য মহসিন সাদেক, সুরমা আক্তার, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান মোল্লা শাহীন, সাবেক সহসভাপতি ছায়েদুর রহমান,সাবেক নির্বাহী সদস্য নাসির উদ্দীন, মোঃ জানে আলম, ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন প্রমূখ।
সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মোঃ বাহার উদ্দিন কে সভাপতি, মহিউদ্দিন আহমেদ রিপন কে সাধারণ সম্পাদক ও সুব্রত আচার্য্য কে সাংগঠনিক সম্পাদক করে ২১( একুশ) সদস্য বিশিষ্ট সুজন- সুশাসনের জন্য নাগরিক সুজন লাখাই উপজেলা কমিটি গঠন করা হয়।
সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মহসিন সাদেক ও গীতাপাঠ করেন সুব্রত আচার্য্য।
আলোচনার পূর্বান্হে সুজন লাখাই উপজেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত ডাঃ ঝন্টু লাল দাশের স্মরণে একমিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।