স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল ও পুরুস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার (১১ মার্চ) লামাকাজী পয়েন্ট সংলগ্ন উত্তরের মাঠে লামাকাজী ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে ৫ম বারের মতো ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল ও পুরুস্কার বিতরন সম্পন্ন হয়।
খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তামিম আহমদের সভাপতিত্বে, ক্রীড়া সম্পাদক ও ক্রীড়া সাংবাদিক ধারাভাষ্যকার জুয়েল আহমদ এর পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনে সভাপতি আরব শাহ, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রুকন।
ফাইনাল খেলায় গত আসরের চ্যাম্পিয়ন ৯নং ওয়ার্ডকে হারিয়ে ২য় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ১নং ওয়ার্ড।
এসময় উপস্হিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর উদ্দিন মেম্বার, লামাকাজী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. লাল মিয়া লালু মেম্বার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম জয়, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আকমল হোসাইন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল খালিক, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমির হোসেন ছমির, ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক বিজয় সহ প্রমুখ।