শফিক চৌধুরীকে প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী’কে অভিনন্দন জানিয়ে বিশ্বনাথে আনন্দ মিছিল

সিলেট

স্টাফ রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’কে নতুন মন্ত্রী সভায় ‘প্রতিমন্ত্রী’ মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সিলেটের বিশ্বনাথে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারী) বাদ আসর পৌর শহরের পুরাণ বাজার বায়তুল আমান জামে মসজিদে শোকরানা দোয়া শেষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলে ‘উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন’ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *