ফরিদুল ইসলাম,
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের শরণখোলায় পাপিয়া বেগম (৩৫) ও সাওদা জেমী (৫) কে কুপিয়ে হত্যার ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। ১২ আগষ্ট দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপারেরর কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করা হয়।
বাগেরহাট জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক প্রেস ব্রিফিংয়ে বলেন, শুক্রবার সন্ধ্যায় শরণখোলায় মা ও তার শিশু কন্যা খুনের ঘটনায় নিহত পাপিয়ার ভাই আলামিন বাদী হয়ে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, আটককৃতরা হলেন, উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের আব্দুস সামাদ হাওলাদারের পুত্র মনির হাওলিদার (৪৫), নেহারুল হাওলাদার (৪৮) ও মিলন হাওলাদার (৪০)। আটককৃতরা আলোচিত এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে হত্যাকান্ডের রহস্য বের করা হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন। ###
শরণখোলা প্রতিনিধি
১২/০৮/২৩
০১৯৮২৪৯৮০০০