সুনামগঞ্জের শান্তিগঞ্জের পাথারিয়ার সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাজনা হত্যায় জড়িত সন্দেহে তার আপন চাচাতো ভাই সালমান ও চাচী খাইরুন নেছাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে গতকাল বুধবার সন্ধ্যায় হত্যায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আজ তাদের গ্রেফতার দেখানো হলো।
এব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, রাজনা হত্যায় জড়িত সন্দেহে তার আপন চাচাতো ভাই সালমান ও চাচী খাইরুন নেছাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ জুলাই সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের শরীফপুর তালুকদার বাড়ী সংলগ্ন গ্রাম্য রাস্তার পাশ থেকে পাথারিয়া গ্রামের ইসরাইল মিয়ার মেয়ে রাজনা বেগম (১৬) নামের ওই স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
শেয়ার করুন