হবিগঞ্জের মাধবপুরে পুকুর থেকে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ঝিলিক (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১২টা থেকে ১টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
ঝিলিকের সাথে একই সময় পানিতে ডুবে যাওয়া নার্গিস সুলতানা অধরা (১৩) নামের অপর শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঝিলিক এবং নার্গিস সম্পর্কে আপন চাচাত বোন।
নিহত ঝিলিক মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে। নার্গিস সুলতানা একই গ্রামের আ. সাত্তার খোকনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিলিক এবং নার্গিস একসঙ্গে বাড়ির পাশে খেলাধুলার ফাঁকে একটি পুকুর থেকে শাপলা ফুল তুলতে নেমে পানিতে তলিয়ে যায়। দুজনকে উদ্ধার করে একই সাথে বেলা ১টা ৩৫ মিনিটে স্বজনেরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঝিলিককে মৃত ঘোষণা করেন। নার্গিস সুলতানা অধরাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে তার অবস্থার অবনতি দেখে বিকাল সাড়ে ৩টার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনিকা রানী পাল বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, নার্গিস সুলতানা অধরার অবস্থা আশঙ্কাজনক।
চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ পানিতে ডুবে জয়পুরে ১শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
শেয়ার করুন