শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য ‘সাস্ট এসটিইএম (SUST-STEM) স্কলারশিপ ২০২৪’ এর আবেদন শুরু হয়েছে। স্কলারশিপ হিসেবে শিক্ষার্থীদেরকে একাকালীন অর্থ প্রদান করা হবে।
সোমবার ( ১ জানুয়ারি) থেকে আবেদন করা যাচ্ছে। আবেদন করার শেষ সময় ৩১ জানুয়ারি । এতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েটে অধ্যয়নরত যেকোনো বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে সামাজিক বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের মধ্যে যারা পড়াশোনার খরচ চালাতে হিমশিমে পড়তে হচ্ছে তাদেরও আবেদনের সুযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হাস্টন টিলেটসন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. ফারজানা হোসেন।
SUST STEM বলতে বুঝায় Shahjalal University of Science and Technology (SUST); STEM- Science, Technology, Engineering & Mathematics
কি কি ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে
স্কলারশিপটিতে ছয়টি মেধাভিত্তিক, প্রয়োজন ও জরুরিভিত্তিক ক্যাটাগরি রয়েছে।
মেধাভিত্তিক ক্যাটাগরিতে রয়েছে, অধ্যাপক গৌরাঙ্গ দেব রায় মেমোরিয়াল স্কলারশিপ ৩০ হাজার টাকা, অধ্যাপক মেরাজ উদ্দিন মন্ডল মেমোরিয়াল স্কলারশিপ ৩০ হাজার টাকা, অধ্যাপক রায়-মন্ডল-মিয়া মেমোরিয়াল স্কলারশিপ ৩০ হাজার টাকা, এসটিইএম বিষয়ে নারী শিক্ষার্থীদের জন্য মেধাভিত্তিক ৩০ হাজার টাকা ও সিইপিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য সিইপি মেরিটভিত্তিক ২০হাজার টাকা দেওয়া হবে।
এছাড়া সাস্ট অ্যালামনাইয়ের সদস্যদের অনুদানের উপর ভিত্তি করে এসটিইএম ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের পাঁচটি প্রয়োজন ভিত্তিক ২০ হাজার টাকা ও জরুরি ভিত্তিক জাকাত থেকে ১২ হাজার টাকা দেওয়া হবে; তবে এই ক্যাটাগরিতে যারা পড়াশোনা চালাতে হিমশিমে পড়তে হচ্ছে শুধু তাদেরকেই আবেদন করতে বলা হয়েছে।
আবেদন করতে কি কি লাগবে
১. আবেদনকারীদের জীবনবৃত্তান্ত/সিভি (জেলা, ধর্মী, পারিবারিক আয় ইত্যাদি সংযুক্ত করতে হবে)
২. এসএসসি, এইচএসসি, বা আন্ডার গ্রাজুয়েট অধ্যয়নের সর্বশেষ সেমিস্টারের বা সমমানের প্রতিলিপি বা মার্কশিটের ফটোকপি বা স্ক্যান করা কপি দিতে হবে।
৩. শিক্ষার্থীর বিভাগীয় উপদেষ্টাসহ কমপক্ষে দুই জন শিক্ষকের সুপারিশপত্র।
৪. বৃত্তির উদ্দেশ্য একটি বিবৃতি লিখতে হবে।
কিভাবে আবেদন করবেন
আবেদন সকল কাগজপত্র অনলাইন ফর্মের মধ্যে সাবমিট করতে হবে। আবেদনের লিংক- https://forms.gle/SZfvBgiCg6GyfHkp7
এছাড়া আবেদন করতে কোনো সমস্যা হলে ইমেইলে (sust.stem.scholarships@gmail.com) জানাতে পারবেন শিক্ষার্থীরা।