শাহ কামালের আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্তি উপলক্ষে বাংলা সাহিত্য পরিষদ ইউকের আনন্দ সভা

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে কবি, সংগঠক ও গল্পকার শাহ কামাল আহমদ এর আন্তর্জাতিক সাহিত্য অ্যাওয়ার্ড প্রাপ্তি উপলক্ষে বাংলা সাহিত্য পরিষদ ইউকের পক্ষ থেকে এক আনন্দ সভা ও সাহিত্য আলোচনা গত ২১ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বনাথ এর ঐতিহ্যবাহী অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশ্বনাথ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ সিরাজুল হক।
অনুষ্ঠানে বক্তাগণ সাহিত্যের প্রচার ও প্রসারে অনন্য অবদান রাখার জন্য কবি শাহ কামাল আহমদ এর ভূয়সী প্রশংসা করেন।আগামীতে তাঁর এই প্রয়াস যেনো আরও বেগবান হয়, সেই প্রত্যাশা করেন।
উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদের সভাপতিত্বে এবং বাংলা সাহিত্য পরিষদ ইউকে এর পরিচালক কবি লুৎফুর রহমান তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে
আলোচক ছিলেন বিশিষ্ট চিকিৎসক, দি ওয়ান পাউন্ড হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও ডাঃ মোঃ শানুর আলী মামুন, কবি ও গবেষক আব্দুল হাই মোশাহিদ, বিশ্বনাথ উপজেলা সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ আজাদ ,বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশিষ্ট সমাজসেবক শাহ জামাল আহমদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অগ্রগামী সমাজকল্যাণ যুবসংঘের সভাপতি আবুল কালাম রুনু।কবি ও সংগঠক শাহ্ ফুজায়েল আহমদ , কবি সাদ্দাম হোসেন জুনেদ, অগ্রগামী সমাজকল্যাণ যুব সংঘের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর, বাংলা সাহিত্য পরিষদ ইউকের পরিচালক শহিদুল হাসান সেলিম, ঈসা তালুকদার , জাকির হোসেন , কবি ও সংগঠক শাহ আব্দুস সালাম , বিশ্বনাথ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দীন রাহিন সহ আরও অনেক।
উপস্থিত ছিলেন শাহ শহিদুল ইসলাম সুজা, হাবিবুর রহমান উজ্জ্বল , শাহ্ সুহিত , আফজাল হোসেন সায়েম, শাহ্ জুম্মান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *