দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
নতুন দিন নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা, দিরাই উপজেলায় একযোগে ১৬৩টি বিদ্যালয়ে নতুন বছরে নতুন বই বিরতণের উদ্বোধন করা হয়। এরই দ্বারাবাহিকতায় সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রবাসী উচ্চ বিদ্যালয়, হাজী মাহমদ মিয়া দাখিল মাদ্রাসার বই বিরতণের উদ্বোধন করেন ড. জয়া সেন গুপ্তা।
সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা বলেছেন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে বই তুলে দিতে পারা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কৃতিত্ব। একটি সময় ছিল আমরা যখন শিক্ষার্থী ছিলাম তখন নতুন বই হাতে পেতেপেতে জানুযারী,ফেবরুয়ারী, মার্চ মাস চলে আসতো তখন আমরা হাতে বই পেতাম। আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন তখন থেকেই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে বিনামূল্যে বই তুলে সক্ষম হন। পহেলা জানুয়ারি রবিবার ২০২৩ খ্রিঃ বই বিরতণের উদ্বোধন করার সময় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন উচ্চতর শ্রেণির সহপাঠী কিংবা আত্মীয়-স্বজনের কাছ থেকে জীর্ণশীর্ণ বই এনে বা কিনে পড়তে হতো। অনেকের শেষ পর্যন্ত তাতেই সন্তুষ্ট থাকতে হতো। কারণ বই কেনার সামর্থ্য ছিল না। এসব দৈন্য, সীমাবদ্ধতা এখন মুছে গেছে।
এখন শিক্ষার্থীদের কাছে বছরের শুরুতেই পরম উপহার হয়ে আসে নতুন বই। রবিবার দুপুর ১২ টায় দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিরাই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ২০২৩ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি।
এরপর তিনি দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কার্যক্রমে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলার চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, ইউএনও মাহমুদুর রহমান মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, প্যানেল মেয়র লিটন রায়, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায় প্রমুখ।
##ছবি দুটিই দিবেন##