শেখ হাসিনার কারান্তরীন দিবসে সিলেট জেলা যুবলীগের মিলাদ ও দোয়া মাহফিল

সিলেট

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্রের অবরুদ্ধ দিবসে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

শনিবার ( ১৬ জুলাই) নগরীর কোর্ট মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর দুই কন্যা ও তাদের পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত এবং ১৫ই আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজ্ুির রহমানসহ নিহত সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে ফখরুদ্দিন-মইনউদ্দিনের সেনা সমর্থিত তত্ত¡াবধায়ক সরকার আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধানমন্ডির নিজ বাসভবন সুধাসদন থেকে থেকে গ্রেফতার ও কারান্তরীণ করে।

গ্রেপ্তারের আগে শেখ হাসিনার নামে একাধিক মামলা দেয়া হয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে দলের নিবেদিতকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *