স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে আগামী ২০ ডিসেম্বর সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আগমনকে স্বাগত জানিয়ে বিশ্বনাথে ছাত্রলীগের উদ্যোগে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন ও জাকির হোসেন মামুনের নেতৃত্বে রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সামন থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়।
উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত প্রচার মিছিল শুরুর পূর্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সামন এসে জড়ো হয়। এরপর বাদ আসর ছাত্রলীগে বিভিন্ন স্তরের কয়েক শতাধিক নেতাকর্মী প্রচার মিছিল করে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের ‘শেখ হাসিনার আগমন-শুভেচ্ছার স্বাগত, ৭ই জানুয়ারী সারা দিন-নৌকা মার্কায় ভোট দিন, তোমার নেতা আমার নেতা-শফিক ভাই শফিক ভাই’ স্লোগানে মুখরিত হয়ে উঠে পৌর শহর।
বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রুকনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তি পথসভায় বক্তব্য রাখেন, সিলেট ল’কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল বাতিন, পৌর ছাত্রলীগ নেতা কয়েছ আহমদ, আবিদুর রহমান আবিদ, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মাসুদ আহমদ রিপন, লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসান আহমদ, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোয়েব আহমদ।
পথসভায় উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য ও পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর নূর, পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদ আহমদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ’সহ প্রচার মিছিলে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।