তিন দিনের বিশ্বকাপের ট্রফি ট্যুরের দ্বিতীয় দিনে হোম অব ক্রিকেট মিরপুরে উন্মোচন করা হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯টায় ট্রফি নিয়ে মাঠে ঢুকেন মুশফিকুর রহিম।
এরপর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটাররা ফটোসেশন করেন বিশ্বকাপের ট্রফির সঙ্গে।
দলের সকলেই ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নিলেও সেখানে ছিলেন না সাবেক ওয়ানডে দলপতি তামিম ইকবাল। মাঠে আসলেও তিনি ছিলেন না ফটোসেশনে।
এর আগে সোমবার পদ্মা সেতুর মাওয়া অংশের সার্ভিস পয়েন্টে আনুষ্ঠানিক ফটোসেশান করা হয়।
গত ৬ আগস্ট মধ্যরাতে বাংলাদেশে আসে বিশ্বকাপ ট্রফি। তিন দিনের ট্যুর শেষ হবে বুধবার। এদিন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে বিশ্বকাপের ট্রফিটি।
শেয়ার করুন