শোক দিবস উপলক্ষ্যে বিশ্বনাথ পৌর কৃষক লীগের সভা ও দোয়া মাহফিল

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে পৌর কৃষক লীগের উদ্যোগে রোববার (১৪ আগস্ট) বিকেলে উপজেলা বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের কার্র্যনির্বাহী সদস্য ও জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুল ইসলাম।
প্রধান অতিধির বক্তব্যে শাহ নিজাম উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু জন্ম গ্রহন করে ছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। আর তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আমরা পাচ্ছি নিজেদের কাঙ্খিত উন্নয়ন। আর এখন আমাদেরকে সততা, নিষ্ঠার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে। সততার সাথে সংঘবদ্ধভাবে কাজ করলে কৃষক লীগের নেতাকর্মীরা সর্বক্ষেত্রে অবশ্যই মূল্যায়ন পাবে।

বিশ্বনাথ পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জয়নাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক শাহ আহমদ রব, প্রচার সম্পাদক সার্জেন্ট আবুল হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা আফিয়া রশিদ, উপজেলা কৃষক লীগের সভাপতি সোরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, পৌর শ্রমিক লীগের আহবায়ক আজাদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিভাংশু গুন বিভু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মতিউল ইসলাম, গীতাপাঠ করেন পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার ও পৌর কৃষক লীগের সদস্য বাউল সবুজ আলী। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় কৃষক লীগের কার্যনির্বাহী সদস্য ও জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সদস্য মাসুদ আহমদ, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মারফত আলী, প্রচার সম্পাদক বকুল দাশ, সহ প্রচার সম্পাদক সুনীল বৈদ্য, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবুল মালাকার, জেলা শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য শংকর দাশ শংকু, পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন কদ্দুস, সদস্য তারিফ উল্লাহ, কানু রঞ্জন দেব, বিজয় দে, বকুল দেবনাথ, তালেব আলী, হেলাল উদ্দিন, মাসুক মিয়া, নুরুল আলম, নূর মিয়া, আশিক আলী, আব্দুর রুপ, লেচু মিয়া, আব্দুর রব, মুজিবুর রহমান, ফিরুজ তালুকদার, ৩নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, সদস্য হকলু মিয়া, ৬নং ওয়ার্ড কৃষক লীগের সহ সভাপতি মানিক মিয়া, যুগ্ম সম্পাদক আফরোজ আলী, সাংগঠনিক সম্পাদক ফুলকান আলী, সায়েক মিয়া, শ্রমিক লীগ নেতা তোরন চৌধুরী, যুবলীগ নেতা নূরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলম, কিবরিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শংকর জ্যোতি দে, আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, দপ্তর সম্পাদক শিপন আহমদ, অর্থ সম্পাদক নূরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক নামজুল ইসলাম, ছাত্রলীগ নেতা জাকির আহমদ মামুন প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *