মোঃ আব্দুল্লাহ,স্টাফ রিপোর্টার(সিলেট):
আমেরিকান প্রবাসী জৈন্তাপুর প্রবাসী গ্রুপ উপনেতা ও বিশিষ্ট সমাজসেবী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু নিজ মাতৃভূমি দেশের টানে বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনও এলাকাবসীর সাথে কিছুদিন সময় কাটাতে এবং গ্রুপের আসন্ন ১৬তম দফা আর্থিক সহায়তা বিতরণে শরীক হতে সংক্ষিপ্ত সফরে দেশে ফিরছেন আগামী (২৩সেপ্টেম্বর) শুক্রবার।
আব্দুল গফফার চৌধুরী খসরু জানান, এই সংক্ষিপ্ত সফরে এসে (২৪ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০ ঘটিকায় দেশে অবস্থানরত জৈন্তাপুর প্রবাসী গ্রুপের সংশ্লিষ্ট সকলের সাথে সৌজন্যে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ শেষে সকলকে সাথে নিয়ে সন্ত্রাসী হামলার শিকার ১নং নিজপাট ইউনিয়নের লক্ষীপ্রসাদ গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী শাহাব উদ্দিন’র স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়ের শারীরিক অবস্থাসহ সার্বিক পরিস্থিতির সর্বশেষ খবর জানতে প্রবাসী সাহাব উদ্দিন’র বাড়িতে যাবেন। এরপর প্রবাসী সাহাব উদ্দিন’র পরিবারকে আইনী সহায়তা করায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও ধন্যবাদ জানাতে থানায় যাবেন। এরপরবর্তী সময়ে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের ১৬তম আর্থিক সহায়তা প্রদানে শরীক হবেন।
তাই এই সংক্ষিপ্ত সফরের জন্য দেশে এবং প্রবাসে অবস্থানরত সকলের প্রার্থনা কামনা করেন।