সংসদ বিলুপ্ত: স্বাগত জানালো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংসদ বিলুপ্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৬ আগস্ট) এক প্রতিক্রিয়ায় এ তথ্য জানান প্লাটফর্মটির অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেছেন, আমরা সংসদ বিলুপ্তিকে স্বাগত জানাচ্ছি। তবে, সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন রয়েছে। শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন নয়, রাজনৈতিক উদ্দেশ্য বা বিভিন্ন উদ্দেশ্যে যাদের জেলে দেয়া হয়েছে, তাদেরও মুক্তি দাবি জানান এই সমন্বয়ক।

আরও পড়ুন:- বিমানবন্দরে আটক পলক

এর আগে, আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল তিনটার মধ্যে জাতীয় সংসদ বিলুপ্তির আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই আল্টিমেটাম শেষ হওয়ার কয়েক মিনিট পরেই আসে সংসদ বিলুপ্তির ঘোষণা।

হাসিনা সরকারের পদত্যাগের পর অন্তবর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তিনি এই দায়িত্ব নিতে সম্মতিও দিয়েছেন বলে জানিয়েছেন সমন্বয়করা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *