সমৃদ্ধ দেশ গঠনে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের এগিয়ে আসতে হবে -বীর মুক্তিযোদ্ধা মুসলেম উদ্দিন

সিলেট

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা দেশ মাতৃকার শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে নিয়ে কিন্তু আওয়ামী লীগ ও হাসিনা মুক্তিযোদ্ধাদের দিয়ে স্বার্থ হাসিল ও বিভক্তির রাজনীতি করেছেন। জুলাই বিপ্লবে আমাদের ছাত্র-জনতা দেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করে দিয়েছে। মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের সকল শহীদদের মাগফেরাত, আহতদের সুস্থতা কামনা করছি ও সমবেদনা জানাচ্ছি। আমরা একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম। কিন্তু সেই স্বপ্ন আজো অধরা রয়ে গেছে। তরুণ প্রজন্ম আমাদেরকে ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। সকলে মিলে এই দেশকে গড়ে তুলতে হবে।

তিনি বৃহস্পতিবার বিকেলে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ সিলেট বিভাগীয় কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পরিষদের বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল বীর মুক্তিযোদ্ধা তাজিরুল ইসলাম ও কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা মুসলেম উদ্দিন।

এদিকে সভায় আগামী ২ বছরের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ সিলেট বিভাগের নতুন কমিটি গঠন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুসলেম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন।

কমিটির অন্যান্য পদের সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফারুক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে হান্নান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নাজিম উদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম তালেব, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও বীর মুক্তিযোদ্ধা শাহনুর। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *