রিংকু দেবনাথ
মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ
সিলেট আখাউড়া রেল সেকশনের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনে সহকারি ষ্টেশন মাষ্টারের পদ শূণ্য থাকায় প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিয়মিত বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় এতথ্য জানান ষ্টেশন মাষ্টার আতাউর রহমান খাদেম। এর আগে গত ১৩ সেপ্টেম্বর থেকে বন্ধ ঘোষণা করেন রেলওয়ে বিভাগীয় পরিবহণ কর্মকর্তা খাইরুল কবীর। স্টেশন মাষ্টার আতাউর রহমান খাদেম জানান, মনতলা ষ্টেশনে তিন জন ষ্টেশন মাষ্টার থাকার কথা। লোকবলের অভাবে দুইজন সহকারি ষ্টেশন মাষ্টারের পদ শুন্য থাকায় তাকে একাই ২৪ ঘন্টা দায়িত্ব পালন করতে হয়। এইদিক বিবেচনা করে প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে ষ্টেশনের সকল কার্যক্রম ভোর ৬টা পর্যন্ত ১২ ঘন্টা বন্ধ রাখা হয়েছে। দিনের ১২ ঘন্টা তিনি একাই দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সহকারি ষ্টেশন মাষ্টার নিয়োগ হলে ২৪ ঘন্টা কার্যক্রম চালু হবে বলেও জানান তিনি।