সাংবাদিক তুহিনের বাবা আর নেই

সিলেট

দৈনিক জাগ্রত সিলেটের সিনিয়র রিপোর্টার ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য তুহিন আহমদের বাবা আইয়ুব বক্স খান (৭৩) আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বার্ধক্যজনিত কারণে শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় নগরীর আম্বরখানাস্থ ওয়েভস বি-৯৩ নিজ বাসায় তিনি মারা যান।

মরহুম দেলোয়ার বক্স খানের প্রথম ছেলে আইয়ুব বক্স খান একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সালিশি ব্যক্তিত্ব ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আজ রবিবার (৮ জানুয়ারি) বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে দরগাহ কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

এদিকে, সাংবাদিক তুহিনের বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *