সাবেক পর্ন স্টার স্টর্মির মামলায় দোষী ট্রাম্প

বিশ্ব

সাবেক পর্ন স্টার স্টর্মি ডানিয়েলসের মুখ বন্ধ করতে ঘুষ দেওয়ার ঘটনায় আলোচিত ‘হাশ মানি’ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী হলেন।

গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতের জুরিরা সবগুলো অভিযোগে তাকে দোষী ঘোষণা করেন। তাঁর সাজা নির্ধারণের আগামী ১১ জুলাই দিন নির্ধারণ করেছে আদালত।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সাবেক পর্ন স্টারের মুখ বন্ধ করতে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ঘুষ দেওয়ার ঘটনায় মোট ৩৪টি অভিযোগ আনা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।

দীর্ঘ শুনানির পর ডোনাল্ড ট্রাম্পকে সবগুলো অভিযোগেই দোষী ঘোষণা করেন ১২ সদস্যবিশিষ্ট জুরি। রায় ঘোষণার সময় ডোনাল্ড ট্রাম্প আদালতে উপস্থিত ছিলেন এবং বিচারকদের দিকে তিনি হতাশ তাকিয়ে ছিলেন।

পরে বিচারক হুয়ান মেরচান ১১ জুলাই সাজা ঘোষণার জন্য দিন নির্ধারণ করেন। এমন সময়ে সাজা ঘোষণা হবে, যার কয়েক দিন পরই ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান দলের প্রার্থী ঘোষণা করার কথা। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

ব্যবসায়িক নথিপত্র জালিয়াতির শাস্তি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ সাজা হতে পারে চার বছরের কারাদণ্ড। তবে কখনো কখনো বিচারক চাইলে এর চেয়েও কম মেয়াদে কারাদণ্ড বা অর্থদণ্ড দিতে পারেন।

তবে অপরাধী সাব্যস্ত হওয়ায় ট্রাম্পের নির্বাচনী প্রচারে বা বিজয়ী হলে দায়িত্বগ্রহণের পথে আইনগত বাধা হবে না। আর সাজা ঘোষণার আগে তাকে কারাগারেও যেতে হবে না।

আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, তিনি ভুল কিছু করেননি এবং ‘এটি অপমান’। এ সময় তিনি বলেন, ‘প্রকৃত রায় হবে আগামী ৫ নভেম্বর।’

রায়ের বিরুদ্ধে ট্রাম্প আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *