শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন সিলেট সিটি কর্পোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থী, আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী।
রোববার (২ এপ্রিল) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘স্মার্ট সিটি গড়তে সিলেটের সকল পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সবার সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশের প্রথম স্মার্ট নগরী হিসেবে সিলেট সিটি কর্পোরেশনকে গড়ে তুলতে চাই।’
তিনি বলেন, ‘কোনো কিছুর গবেষণা না থাকলে টেকসই উন্নয়ন হবে না সে ক্ষেত্রে আপনাদের সহযোগীতা আমার একান্ত প্রয়োজন।’
এসময় উপস্থিত ছিলেন, মখদ্দুছ আলী, নাসিমা বেগম চৌধুরী, মো. ফারুক উদ্দিন, মুহিবুল আলম, বেলা দল উদ্দিন, দিঘ বিজয় দত্ত দাস, আব্দুস সামাদ, নিবাস চন্দ্র নাথ, জুতি লাল রায়, আবু সায়েম, মো. জামাল উদ্দিন, বাবলু আচার্য্য, আবেদুজ্জামান আবেদ, নজরুল ইসলাম, জুলহাস মিয়া, বিজিত লাল দাস, সৌমিত্র সিংহ দাস, আব্দুর রশিদ খান রাশেদ, কাশমির রেজা, নুরুল ইসলাম, মো. আমিরুল ইসলাম, আব্দুস সামাদ, ফখরুল ইসলাম, রাশেদ্রলাল প্রমুখ
শেয়ার করুন