স্টাফ রিপোর্টারঃ পৃথিবীর অন্যতম শ্রেষ্ট বিদ্যাপীঠ সৌদিআরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন সিলেটের ৩ কৃতি শিক্ষার্থী ।কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন শেষ করায় তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে ।গত সোমবার ১২ই মে বর্ণাঢ্য আয়োজনে মদিনা বিশ্ববিদ্যালয়ের ৬১ তম সমাবর্তন অনুষ্ঠিত হয়।
মদিনা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ওয়া উসূলুদ দ্বীন ডিপার্টমেন্ট থেকে মুমতাজ তথা ফার্স্ট ক্লাস লাভ করেছেন সিলেটের ইমদাদ উল্লাহ আনসারী ও মুনাজ্জির আহমদ অবং হাদিস ডিপার্টমেন্ট থেকে হাফিজ মাহফুজ আহমদ।জমকালো এই সমাবর্তনে তারা সংবর্ধিত হন।
সিলেটে এই তিন শিক্ষার্থীদের মধ্যে ইমদাদ উল্লাহ আনসারি ও মুনাজ্জির আহমদ সিলেটের মুয়াজ বিন জাবাল রাঃ কেরানিক ইনস্টিউট থেকে হিফজ সম্পন্ন করে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা থেকে কৃতিত্বের সাথে দাখিল ও আলিম পাশ করেন ।
আলিম পাশ করে তারা সবাই ফুল ফ্রি বৃত্তি নিয়ে মদিনায় পাড়ি দেন এবং মদিনার শিক্ষা জীবনেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন ।উল্লেখ্য যে মদিনা বিশ্ববিদ্যালয় হতে এ বছর বিশ্বের ১১৪ টি দেশের ৩১২৮ জন শিক্ষার্থী গ্রাজুয়েশন সম্পন্ন করে সমাবর্তনে অংশগ্রহণ করেন ।উক্ত সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনার গভর্নর সালমান বিন আব্দুল আজিজ সহ বিশ্ব বরেণ্য আলেমগন।
শেয়ার করুন