কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পক্ষে সিলেটের বন্যা আক্রান্তদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন এমদাদ রহমান ।
বৃহস্পতিবার (৩০ জুন) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডে বন্যায় পানিবন্দি মানুষের ঘরে ঘরে ত্রান ও উপহার সামগ্রী পৌঁছেদেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান।
ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ও যুবলীগ নেতা রুহুল আলম তালুকদার , জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাক্কুর আহমদ জনি, জেলা ছাত্রলীগ নেতা শাহজাহান আহমদ ,নাঈম আহমদ, মেহেদী হাসান, মেহরাব হোসেনসহ স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পক্ষে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন বন্যা দূর্গত ও দূর্গম এলাকায় গত ১৮ জুন থেকে নানা ধরণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিশুদ্ধ পানিসহ ত্রাণ ও উপহার সামগ্রী প্রদান করে যাচ্ছেন এমদাদ রহমান
শেয়ার করুন