সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোড এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে গুরুতর আহত ছাত্রলীগ নেতা টিটন পাল টিটু (২৪) পাল আর নেই। ৬দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে নগরের একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
টিটন পাল বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মদনপুর গ্রামের লাবণী পালের ছেলে। তিনি দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে অর্থনীতি নিয়ে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ খাজাঞ্চি ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সফিকুল হক।খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন টিটন পাল।
জানা যায়, গত ১ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে টিটনসহ তিনজন (রণিও ছিলেন) শাহী ঈদগাহ থেকে হেঁটে ইলেকট্রিক সাপ্লাই সড়ক দিয়ে যাচ্ছিলেন। ওই সময় সড়কের পাশে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন টিটন। তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মীরবক্সটুলাস্থ একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই মারা গেছেন টিটন।
শেয়ার করুন