বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকলেও সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ ৪ নেতা অনুপস্থিত ছিলেন।
এতে রাজনৈতিক মহলে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে অন্য জায়গায় পূর্বনির্ধারিত অনুষ্ঠান থাকায় শোকসভায় যেতে পারেননি বলে জানিয়েছেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জানা যায়- শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে বিকাবীবাজারস্থ কবি কাজী নজরুল অডিটোরিয়ামে এ শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-১ আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
তবে ব্যানারে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের নাম লিখা থাকলেও অনুপস্থিত থাকেন।
মহানগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার নেতৃত্বে আওয়ামী লীগের একটি টিম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈত্রিক নিবাস টুঙ্গিপাড়া ও পদ্মাসেতু পরিদর্শনে রয়েছেন। কিন্তু জেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা সিলেটে থেকেও অনুপস্থিত থাকায় নেতাকর্মীদের মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
এ ব্যাপারে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন- আমাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠান থাকায় ছাত্রলীগের শোকসভায় যেতে পারি নি। তবে সার্কিট হাউসে আমরা আছি।
একই কথা বলেছেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিম, সদস্য জুমাদিন আহমেদ, জাহিদ সারওয়ার সবুজ, জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলার সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আফছর আজিজ, মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ প্রমুখ।
শেয়ার করুন