সিলেটে ছিনতাইকালে মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
তারা হলেন, মোগলাবাজার থানার শ্রীরামপুর গ্রামের আব্দুল মোনিমের ছেলে ইয়ামিন আহমদ ( ২৮) ও দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার সাহেদ মিয়ার বাসার আফজাল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন ( ৩০)।
মঙ্গলবার ( ২১ ফেব্রুয়ারি) রাত প্রায় ১২টার দিকে নগরীর তালতলা পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয় বলে বুধবার গণমাধ্যমকে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে একটি নম্বরবিহীন কালো ও সবুজ রঙের মোটরসাইকেলে করে এসে ইয়ামিন ও সাদ্দাম, মো. হাবিবুর রহমান নামক এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করে তার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এসময় হাবিবুর রহমানের চিৎকারে আশপাশের লোকজন এসে ইয়ামিন ও সাদ্দামকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার টহলরত একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেল জব্দ ও ইয়ামিন-সাদ্দামকে আটক করে।
এ ব্যাপারে হাবিবুর রহমান বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি অভিযোগ ( নং ৫০/২১/২/২৩) দাখিল করলে তাদের গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে তোলা হয়।
শেয়ার করুন