এবারের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত সমর্থক ৬ কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন।
এদের মধ্যে ৪ জন সরাসরি এবং ২ জন সংরক্ষিত নারী ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন। সরাসরি ৪ ওয়ার্ডে নির্বাচিতরা হলেন ৭নং ওয়ার্ডে সায়ীদ মো. আবদুল্লাহ। তিনি লাটিম প্রতীকে এবার প্রথম নির্বাচিত হলেন, ১৬নং ওয়ার্ডে ট্রাক্টর প্রতীকে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ। ২৭নং ওয়ার্ডে টিফিন ক্যারিয়ার প্রতীকে নির্বাচিত হয়েছেন সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল। এবং ৩৭নং ওয়ার্ডে টিফিন ক্যারিয়ার প্রতীকে নির্বাচিত হয়েছেন রিয়াজ মিয়া। এই ওয়ার্ড এবারই প্রথম সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়।
সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৩ নং ওয়ার্ডে (৭,৮,৯) আনারস প্রতীকে রেবেকা বেগম রেণু প্রতীক আনারস এবং ৯ নং ওয়ার্ডে (২৫,২৬,২৭) গ্লাস প্রতীকে ছমিরুন নেছা। দৈনিক জালালাবাদ।
শেয়ার করুন