সিলেটে তিন ঘন্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টি, ভারী বর্ষণ, বজ্রপাতে সতর্কতা

সিলেট

সিলেটে বজ্রসহ টানা বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া গেছে। এছাড়া সিলেটের আকাশে বজ্রপাতের শঙ্কার কথা জানিয়ে সতর্ক থাকারও আহবান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত সিলেটে ১৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ থেকে আগামী ঢানা তিনদিন সিলেট অঞ্চলে ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরমধ্যেই বজ্রপাত নিয়ে সর্তক করেছে সিলেট আবহাওয়া অফিস। বজ্রমেঘের সৃষ্টির কারণে সিলেটজুড়ে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। এছাড়াও সিলেটে বর্তমানে বজ্রমেঘের অবস্থান রয়েছে। তাই সবাইকে বজ্রপাত থেকে সাবধান থাকতে হবে।

এছাড়া গত ২৪ ঘন্টার চেরাপুঞ্জির (৯টা থেকে ৯টা পর্যন্ত)  বৃষ্টিপাতের পরিমান ৩৪৯ মিলিমিটার বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *