বছরের শেষ রাতে ‘থার্টি ফাস্ট নাইট’ উদযাপনে কিছু বিধিনিষেধ আরোপ করেছে সিলেট জেলা প্রশাসন। শনিবার (৩০ ডিসেম্বর) জেলা ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, ৩১ ডিসেম্বর রাতে ‘থার্টি ফাস্ট নাইট’ (ইংরেজি বর্ষবরণ) উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের গত ৫ ডিসেম্বরে অনুষ্ঠিত সভার ৫ (গ) ধারা অনুসারে সিলেট জেলার জনসাধারণের জনস্বাস্থ্য রক্ষা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা হতে পহেলা জানুয়ারি রাত ১২ টা পর্যন্ত আতশবাজি, পটকাবাজিসহ আগুন দ্বারা পরিচালিত ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হল।
এ আদেশ আমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শেয়ার করুন