সিলেটে পুলিশের ধাওয়ায় যুবদল নেতা নি হ ত

সিলেট

সিলেটে বিএনপি ও জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিন পিকেটিং করতে গিয়ে পুলিশের ধাওয়ার সময় দুর্ঘটনায় জিলু মিয়া (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বিএনপি ও যুবদলের দাবি পুলিশের ধাওয়ার সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে মারা যান জিলু। তবে পুলিশ বলছে, ‘পিকেটারদের ধাওয়ার সময় পুলিশকে দেখে দ্রুত মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিলু মারা যান।

তিনি গোলাপগঞ্জ উপজেলা যুবদরের আহ্বায়ক কমিটির সদস্য ও গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ মদনগৌরী এলাকার এলাইছ মিয়ার ছেলে।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে কয়েকটি মোটরসাইকেলে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে পিকেটিং করতে যান যুবদল নেতাকর্মীরা। এসময় পুলিশ এসে যুবদল নেতাকর্মীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে মহাসড়কের পার্শ্ববর্তী শাহ সুন্দর এলাকার ভেতর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জিলু গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান।

মকসুদের অভিযোগ, ওই সময় পেছন থেকে পুলিশের গাড়ি যুবদল নেতাকর্মীদের ধাওয়া করছিল। ও মটরসাইকেলে ধাক্কা দিচ্ছিল।

তবে মোটরসাইকেলে ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, সকালে সিলেট-ঢাকা মহাসড়কে পিকেটিং করার চেষ্টা করে অবরোধ সমর্থকরা। একপর্যায়ে পুলিশের গাড়ি দেখে তারা পালানোর চেষ্টা করে। পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায় জিলুর মোটরসাইকেল। এতে গুরুতর আহত হন জিলু। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এতে আরও একজন আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান এবং নিহতের খোঁজ খবর নেন।

এছাড়া অবরোধ কর্মসূচি পালনের সময় আহত হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি দলীয় নেতা রফিক আহমদকে দেখতে যান তিনি।

এদিকে বিএনপি’র অবরোধ চলাকালে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পুলিশের ধাওয়ায় যুবদল নেতা দিলু আহমদ জিলু ও কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের গুলিতে বিএনপির দুইজন নিহতের প্রতিবাদে ও সিলেটে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল সভা অনুষ্টিত হয়েছে।

সিলেট নগরীর সুবহানীঘাটের কাঁচাবাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে উপশহর পয়েন্টে গিয়ে শেষ হয়।

মঙ্গলবার বিকেলে সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলুর নেতৃত্বে অনুষ্টিত মিছিল শেষে নগরের উপশহর গিয়ে এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্টিত হয়।

পথ সভা যৌথভাবে পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার,  মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আফসান।

এসময় উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোয়াইব আহমদ শোয়েব, ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিক আহমদ, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন ইবনে রাজাজক রাসেল, ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠননিক সম্পাদক আব্দুল্লাহ শাফি সাহেদ, যুবদল নেতা উমেদুর রহমান, আলি আহমদ আলম, কল্লোল জোতি বিশ্বাস জয়, স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান উদ্দিন , ছাত্রদল নেতা জুবের আহমদ, কামরান আহমদ, রেজাউল হাসান মাসুম, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠননিক সম্পাদক ফরহাদ আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা এনামুল হক, যুবদলের ইমরান আহমদ, ছাত্রদলের ইজ্জাদুর রহমান মুন্না, শাহ আলম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *