সিলেটে ফেনসিডিসহ স্বেচ্ছাসেবকদল নেতা তাহের গ্রেফতার

সিলেট

নগরীর দরগা গেইট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ বোতল ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা মো. আবু তাহেরসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-৯।

বুধবার (২৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল দরগা গেইট রাজার গলিতে অভিযান চালায়।

এসময় র‌্যাবের উপস্থিত টের পেয়ে পালনোর চেষ্টাকালে ১২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো. বেলায়েত হোসেন উরফে কাকন (৪১) ও স্বেচ্ছাসেবক দল নেতা মো. আবু তাহের (৪৩)-কে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত বেলায়েত হোসেন উরফে কাকন নগরীর দরগা গেইটস্থ রাজার গলির মৃত এমদাদ হোসেনর ছেলে এবং মো. আবু তাহের নগরীর পূর্ব পীর মহল্লার নাজিম উদ্দিন আক্তারের ছেলে।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ জুলাই) র‌্যাব-৯ এর এসআই লোকমান হোসেন খান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দুজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *