সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে কাউন্সিলর পদে ৩৭৬ প্রার্থীর মধ্যে ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার মনোনয়নপত্র যাছাই-বাছাইকালে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। একইদিন সকালে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
তাঁরা সবাই আগামী ৩ দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তা বরাবরে আপিল করতে পারবেন।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান, সিলেটে সাধারণ কাউন্সিলর পদে ২৮৭ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এদের মধ্যে যাছাই-বাছাইকালে ৬ জনের মনোনয়নর বাতিল হয়। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৯ জনের মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়।
তফসিল অনুযায়ী, এই নির্বাচনে প্রার্থীতা প্রত্যারের শেষ তারিখ ১ জুন। প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতিক বরাদ্দ ২ জুস। আর আগামী ২১ জুন পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন